উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে কংগ্রেস ফাইল চিত্র।
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি আগেই জানিয়েছে, উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়বে তারা। এ বার কংগ্রেসও জানিয়ে দিল, তারাও একাই লড়বে সেখানে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে তারা।
উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু দাবি করেছেন, যোগীরাজ্যে বিজেপি-র প্রধান বিরোধী হিসাবে উঠে এসেছে কংগ্রেস। তাঁদের পাঁচ জন বিধায়ক সমাজবাদী পার্টির ৪৯ জন বিধায়কের তুলনায় বিরোধী হিসাবে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন।
তবে প্রিয়ঙ্কাকে উত্তরপ্রদেশে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা হবে কি না সেই প্রশ্নের জবাবে অজয় বলেন, সেটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। অজয় বলেন, ‘‘উত্তরপ্রদেশের মানুষ কংগ্রেসের দিকে আশা নিয়ে তাকিয়ে রয়েছেন। প্রিয়ঙ্কার নেতৃত্বের প্রতি কংগ্রেস কর্মীদের ভরসা রয়েছে। আগামী নির্বাচনে কংগ্রেস সরকার গড়ে উঠবে উত্তরপ্রদেশে।’’
ইতিমধ্যেই উত্তরপ্রদেশে জোন অনুযায়ী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেই শিবিরগুলিতে যাওয়ার কথা প্রিয়ঙ্কার। নির্বাচনের অনেক আগে থেকেই সংগঠন আরও মজবুত করতে চাইছে কংগ্রেস।
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের এখনও অনেক দেরি রয়েছে। তাই সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি বা কংগ্রেসের এই অবস্থান যে ভোট পর্যন্ত থাকবেই, তার কোনও নিশ্চয়তা নেই বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের বক্তব্য, প্রত্যেক রাজনৈতিক দলই অন্যদের চাপে রাখার চেষ্টা করছে। সবাই চাইছে যোগীরাজ্যে বিজেপি-র প্রধান বিরোধী হিসাবে উঠে আসতে। তাই একই সুর শোনা যাচ্ছে সবার গলায়।