News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

ভারত-ভিয়েতনাম প্রদর্শনী ফুটবল ম্যাচ রয়েছে। কী অবস্থায় রাজস্থানের রাজনীতি। প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫০
Share:

ফাইল চিত্র।

ভারত-ভিয়েতনাম প্রদর্শনী ফুটবল ম্যাচ

Advertisement

আজ, মঙ্গলবার ভারত বনাম ভিয়েতনামের ফুটবল প্রদর্শনী ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ খেলাটি শুরু হবে।

রাজস্থানের রাজনীতি

Advertisement

অনুগামীদের বিদ্রোহের জেরে অস্বস্তিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। গত ২৪ ঘণ্টায় গহলৌত অনুগামী কংগ্রেস বিধায়কদের আচরণে ক্ষুব্ধ দলের সভানেত্রী সনিয়া গান্ধীও। এই পরিস্থিতির জন্য কংগ্রেসের সভাপতি পদের দৌড় থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিটকে যেতে পারেন এমনটাও অনেকে মনে করছেন। এ অবস্থায় আজ সেখানকার খবরের দিকে নজর থাকবে।

প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে

টেট মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যও। আজ সেখানে মামলাটি শুনানির জন্য উঠতে পারে। হাই কোর্ট এই সংক্রান্ত মামলাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আজ সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয় কি না, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আজ একাধিক পুজোমণ্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৬টায় তাঁর ত্রিধারা সম্মেলনীর পুজো উদ্বোধন করার কথা। এ ছাড়া আরও কয়েকটি পুজো উদ্বোধন করবেন তিনি।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রতি দিনই বাড়ছে। পুজোর আগে এই সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে সরকারের। আজ সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।

আবহাওয়া কেমন?

পুজোর আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত পঞ্চমী অবধি কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ছয় জেলায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement