News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

কর্নাটক হিজাব মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। নিজের বিধানসভায় বিজয়া সম্মিলনীতে মমতা। মহিলাদের এশিয়া কাপের জোড়া সেমিফাইনাল ম্যাচ। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থি্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ০৭:৩৭
Share:

ফাইল চিত্র।

কর্নাটক হিজাব মামলার রায় দেওয়ার কথা সুপ্রিম কোর্টের

Advertisement

আজ, বৃহস্পতিবার হিজাব মামলার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। সকাল সাড়ে ১০টা নাগাদ বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল কর্নাটক সরকার। আজ দেশের শীর্ষ আদালত কী রায় দেয় সে দিকে নজর থাকবে।

উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি

Advertisement

সিকিম, ভুটানে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলি। ক্রমে জলস্তর বাড়তে থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লাল সতর্কতা জারি হয়েছে তিস্তায়। উত্তরবঙ্গের এই পরিস্থিতির দিকে নজর থাকবে।

ভবানীপুরে মমতার বিজয়া সম্মিলনী

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী রয়েছে। বিকেল সাড়ে ৩টে নাগাদ উত্তীর্ণ হলে কর্মসূচিটি শুরু হওয়ার কথা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মহিলাদের এশিয়া কাপের জোড়া সেমিফাইনাল ম্যাচ

আজ মহিলাদের এশিয়া কাপে জোড়া সেমিফাইনাল ম্যাচ রয়েছে। প্রথমটি সকাল সাড়ে ৮টায় ভারত ও তাইল্যান্ডের মধ্যে রয়েছে। দুপুর ১টায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি হবে। কোন কোন দল ফাইনালে ওঠে সে দিকে নজর থাকবে।

ত্রিদেশীয় টি২০ সিরিজে পাকিস্তান-বাংলাদেশ

আজ ত্রিদেশীয় টি২০ সিরিজে পাকিস্তান ও বাংলাদেশের খেলা রয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হয়েছে।

টি২০ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারত-পশ্চিম অস্ট্রেলিয়া

সামনেই রয়েছে টি২০ বিশ্বকাপ। তার আগে আজ প্রস্তুতি ম্যাচে নামছে ভারত ও পশ্চিম অস্ট্রেলিয়া। বেলা ১১টা থেকে খেলাটি শুরু হবে।

আবহাওয়া কেমন?

বুধবারের পর বৃহস্পতিবারেও রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যের বিভিন্ন জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের দিক থেকে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া জেলা। দুই মেদিনীপুর এবং বর্ধমানেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। হাওড়ায় ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল তুলছে বিরোধীরা। এই অবস্থায় আজ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement