ফাইল ছবি
টিকাকরণের জন্য যে কো-উইন অ্যাপ ব্যবহার করা হচ্ছে, ইচ্ছা হলেই যে কোনও দেশ সেটি ব্যবহার করতে পারে। এটিকে ‘ওপেন সোর্স’ হিসাবেই তৈরি করা হয়েছে। কো-উইন আন্তর্জাতিক সম্মেলনে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০টি দেশ কো-উইন অ্যাপের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে কানাডা, মেক্সিকো, নাইজেরিয়া, পানামা, উগান্ডা।
সেই সভায় মোদী জানিয়েছেন, ভারত গোটা পৃথিবীকেই পরিবার বলে মনে করে। এই অতিমারির সময়ে তাই পরিবারের পাশে থাকা একান্তই দরকার। সেই কারণেই করোনা টিকাকরণের জন্য তৈরি কো-উইন অ্যাপটিকে ওপেন সোর্স করে দেওয়া হয়েছে। যাতে সেই প্রযুক্তি ব্যবহার করে অন্য অনেক দেশে উপকৃত হয়। তিনি মনে করিয়ে দিয়েছেন, ভারত করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তা সারা পৃথিবীর সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। হতে পারে সেই শিক্ষা থেকে অন্য অনেক দেশ লড়াইয়ের নতুন রাস্তা খুঁজে পেল।
সোমবারের বৈঠকে আরোগ্য সেতু অ্যাপের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, দেশে প্রায় ২০ কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন। এটির কোডও ডেভোলপারদের জন্য উন্মুক্তই রয়েছে। এটি যে কেউ ব্যবহার করতে পারবেন। মোদী বলেন, টিকাকরণের বিষয়ে ভারত সরকার ডিজিটাল হওয়ার চেষ্টা করেছে। এর ফলে গোটা প্রক্রিয়া অনেক স্বচ্ছ ও সহজ হয়েছে। বিশ্বের কাছে এই প্রক্রিয়া একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।