Headmaster Shot Dead

স্কুলে ঢুকে প্রধানশিক্ষককে গুলি করে খুন মধ্যপ্রদেশে! দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরেন্দ্রকুমার সাক্সেনা (৫৫)। তিনি ধামোরা সরকারি স্কুলের প্রধানশিক্ষক ছিলেন। বৃহস্পতিবার স্কুলের শৌচাগার থেকে প্রধানশিক্ষকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮:২১
Share:

সিসিটিভি ফুটেজে অভিযুক্ত এক ছাত্রকে স্কুলে ঢুকতে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত।

স্কুলে ঢুকে প্রধানশিক্ষককে গুলি করে খুন করার অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ছতরপুরের এক সরকারি স্কুলের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরেন্দ্রকুমার সাক্সেনা (৫৫)। তিনি ধামোরা সরকারি স্কুলের প্রধানশিক্ষক ছিলেন। বৃহস্পতিবার স্কুলের শৌচাগার থেকে প্রধানশিক্ষকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুই ছাত্র খুব স্বাভাবিক ভাবেই স্কুলে ঢোকেন। তার পর তাঁরা সরাসরি প্রধানশিক্ষকের অফিসে চলে যান।

পুলিশ সূত্রে খবর, প্রধানশিক্ষক তখন শৌচাগারে যাচ্ছিলেন। তাঁকে অনুসরণ করেন দুই ছাত্র। শিক্ষক শৌচাগারে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে এক ছাত্র পর পর কয়েকটি গুলি চালান বলে অভিযোগ। গুলি চলার আওয়াজ পেয়ে অন্য শিক্ষক এবং স্কুলের কর্মীরা প্রধানশিক্ষকের অফিসের দিকে আসেন। অফিস ঘর থেকে কয়েক হাত দূরে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় শিক্ষকের দেহ উদ্ধার হয়।

Advertisement

গুলি চলার ঘটনা এবং প্রধানশিক্ষকের দেহ উদ্ধারে স্কুলে আতঙ্ক ছড়ায়। অন্য শিক্ষকেরা প্রধানশিক্ষকের অফিসে আসার আগেই অভিযুক্ত দুই ছাত্র বাইক নিয়ে চম্পট দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা প্রধানশিক্ষকের বাইকটি সঙ্গে নিয়ে গিয়েছেন। পুলিশ সুপার অগম জৈন জানিয়েছেন, দুই ছাত্রের বিরুদ্ধে বেশ কয়েক বার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। তাঁদের অনেক বার সতর্কও করা হয়। সেই ঘটনার জেরেই কি হামলা? না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রধানশিক্ষকের পরিবারের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। শিক্ষকের ভাই রাজেন্দ্র সাক্সেনার দাবি, স্কুলে অবৈধ কাজকর্মে সায় দিতে তাঁর দাদার উপর চাপ সৃষ্টি করছিলেন কয়েক জন। তিনি আপত্তি জানান। তার জেরেই খুন বলে অভিযোগ রাজেন্দ্রের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement