CBSE

ইংরেজিতে ১০০ পেল বিরল রোগে মৃত দশম শ্রেণির ছাত্র

কিন্তু পরীক্ষার ফল বেরনোর পর দেখা যায়, প্রতিবন্ধকতাকে জয় করে ইংরাজি বিষয়ে ফুল মার্কস পেয়েছে সে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়ডা শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১২:৫৩
Share:

প্রতীকী চিত্র।

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং ছিল তাঁর আইকন। হকিং যেমন দূরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন, তেমনই বিনায়ক শ্রীধর আক্রান্ত ছিল পেশি সংক্রান্ত এক জেনেটিক ডিসঅর্ডারে। এ বছর মার্চ মাসে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা চলার সময় মৃত্যু হয় তাঁর। ফলে শেষ দু’টি পরীক্ষা দিতে পারেনি সে। কিন্তু পরীক্ষার ফল বেরনোর পর দেখা যায়, প্রতিবন্ধকতাকে জয় করে ইংরাজি বিষয়ে ফুল মার্কস পেয়েছে সে।

Advertisement

নয়ডার বাসিন্দা বিনায়ক ছিল অমেঠী ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশের পর দেখা গিয়েছে ইংরাজিতে ১০০ পেয়েছে সে। বিজ্ঞান বিষয়ে পেয়েছে ৯৬ ও সংস্কৃতে ৯৭ পেয়েছে শ্রীধর। তবে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাধারণ বিভাগেই পরীক্ষা দিয়েছিল সে।

বিনায়ক দোসান মাসকুলার ডিসট্রফি নামের এক রোগে আক্রান্ত ছিল। এই রোগে জন্য স্বাভাবিক পেশি সঞ্চালেন অসুবিধা ছিল তার। ডিসট্রোফিন নামের এক প্রোটিনের অনুপস্থিতির জন্যই এই রোগে আক্রান্ত ছিল সে।

Advertisement

আরও পড়ুন: পরীক্ষায় ‘এ প্লাস’ গ্রেড নেই কেন? ক্ষুব্ধ বাবার বেদম মার স্কুলপড়ুয়াকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement