— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কর্তব্যরত অবস্থাতেই নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করলেন এক সিআইএসএফ জওয়ান। শনিবার দুপুরে গুজরাতের সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। বিমানবন্দরের শৌচাগার থেকে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কিষাণ সিংহ (৩২)। জয়পুরের বাসিন্দা কিষাণকে সম্প্রতি সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা হয়েছিল। রোজকার মতো শনিবারও ডিউটিতে এসেছিলেন ওই যুবক। সেই তিনিই যে হঠাৎ এমন কাণ্ড ঘটিয়ে বসবেন, তা বুঝতে পারেননি সহকর্মীরাও। দুপুর ২টো ১০ মিনিট নাগাদ শৌচাগারে গিয়ে ওই জওয়ান সার্ভিস রাইফেল দিয়ে নিজের পেটে গুলি করেন। গুলির শব্দ শুনে তড়িঘড়ি ছুটে যান অন্যেরাও। শৌচাগারে ঢুকে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় ওই জওয়ান মাটিতে পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই শৌচাগারটি সিল করে দেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সুরাত পুলিশের ইনস্পেক্টর এনভি ভারওয়াদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই জওয়ান আদৌ আত্মহত্যা করেছেন কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। কেনই বা তিনি এই চরম পদক্ষেপ বেছে নিলেন, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। সিআইএসএফ ভারতের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা বজায় রাখার কাজে নিযুক্ত আধাসামরিক বাহিনী। সেই সিআইএসএফ জওয়ানের মৃত্যুতে শনিবার দুপুরে বিমানবন্দরে কর্মী ও যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি প্রকাশ করেনি সিআইএসএফ।