Ladakh

Dalai Lama: দলাই লামার জন্মদিন উদ্‌যাপনের প্রতিবাদে লাদাখের দেমচুকে হানা দিল চিন সেনা

চিনের রক্তচক্ষু উপেক্ষা করে দলাই লামার জন্মদিনে তাঁকে ফোন করে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১৭:৪০
Share:

— ছবি সংগৃহীত

দলাই লামার জন্মদিন উদ্‌যাপন ঘিরে ফের উত্তেজনা লাদাখ সীমান্তে। গত ৬ জুলাই লাদাখের দেমচুক সিন্দু নদীর এক পাড়ে তিব্বতি ধর্মগুরুর জন্মদিন উদ্‌যাপনে মেতে ছিলেন ভারতীয়রা। তার প্রতিবাদ জানাতে লাদাখে ঢুকে পড়েন চিনের কিছু সেনা এবং সে দেশের কয়েক জন নাগরিক। পাঁচটি গাড়িতে এসে সিন্দু নদীর ওপারে দাঁড়িয়ে ভারতীয়দের উদ্দেশে চিনা পতাকা দেখান তাঁরা, এমনই খবর মিলেছে।

Advertisement

চিনের রক্তচক্ষু উপেক্ষা করে দলাই লামার জন্মদিনে তাঁকে ফোন করে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মগুরুর সঙ্গে তাঁর যে ২০ মিনিট কথা হয়েছে, তা নিজেই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে মসনদে বসার পর এই প্রথম বার দলাই লামার সঙ্গে তাঁর ফোনালাপের কথা স্বীকার করেছেন মোদী।

তিব্বতের নির্বাসিত সরকারের রাষ্ট্রপতি পেম্পা সেরিং-ও সম্প্রতি বলেন, কোভিড পরিস্থিতি একটু স্তিমিত হলেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন দলাই লামা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement