ফাইল চিত্র।
আগামী কাল, শনিবার অরুণাচলের পাঁচ ‘অপহৃত’ তরুণকে মুক্তি দেবে চিনা সেনা। এ কথা জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। তিনি টুইটে বলেন, চিনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় সেনাকে জানিয়েছে, ১২ সেপ্টেম্বর কোনও একটি সময়ে, নির্দিষ্ট এলাকায় তাদের জিম্মায় থাকা ৫ অরুণাচলি তরুণকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।
লাদাখে টানটান উত্তেজনার মধ্যেই ২ সেপ্টেম্বর অরুণাচলের আপার সুবনসিরি জেলার নাচো সেক্টরে সেরা-৭ এলাকা থেকে ওই ৫ তরুণ নিখোঁজ হয়। সঙ্গে থাকা দুই তরুণ গ্রামে ফিরে এসে জানান, জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন তাঁরা। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চিনা সেনা তাদের ধরে নিয়ে গিয়েছে।
প্রথমে চিন জানিয়েছিল, তারা কাউকে ধরেনি। পরে সেনার হটলাইনে যোগাযোগের পরে পিএলএ মেনে নেয়, ভারতের ওই তরুণেরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে চিনের ভূখণ্ডে চলে আসায় তাঁদের আটক করা হয়েছে।
লাদাখে যখন দুই তরফের সেনা মুখোমুখি দাঁড়িয়ে, তখনই অরুণাচলের এই ঘটনা উত্তেজনা আরও বাড়ায়। ভারতের তরফে অবিলম্বে পাঁচ জনকে মুক্ত করার দাবি জানানো হয়।
অবশেষে ১০ দিনের মাথায় মুক্তি পেতে পারে তারা। অপহৃতদের নাম সিংকাম তচ, ডংটু এবিয়া, গারু দিরি, প্রদাদ রিংলিং, টানু বাকের।
মার্চে একই জেলার আসাপিলা সেক্টর থেকে ২১ বছরের এক যুবককে ধরে নিয়ে গিয়েছিল পিএলএ। ১৯ দিন পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।