Crime

সদ্যোজাতের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে রহস্য

গুরুগ্রামের দরবারিপুর রোড এলাকায় সদ্যোজাতের গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে রক্তের দাগ রয়েছে। খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ ০৯:৫২
Share:

—প্রতীকী চিত্র।

সদ্যোজাতের দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল হরিয়ানার গুরুগ্রামে। দরবারিপুর রোড এলাকায় সদ্যোজাতের গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে রক্তের দাগ রয়েছে। খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ১৭ নভেম্বর সকালে দেহটি দেখতে পান এক সাফাইকর্মী। তিনিই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুত্র না কন্যাসন্তান, তা জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির বয়স এক সপ্তাহেরও কম। এই ঘটনায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement