সেতুর উপর দাঁড়িয়ে নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু শিশু এবং কাকার। ছবি: টুইটার।
নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু হল শিশু এবং তার কাকার। একটি সেতুর উপর উঠে নিজস্বী তুলছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন শিশুটির বাবাও। সেতুতে অনেক গাড়ি চলছিল। অসাবধানতাবশত একটি এসইউভি গাড়ি তাঁদের ধাক্কা মারে। মৃত্যু হয় দু’জনের।
ঘটনাটি উত্তরপ্রদেশের চহলারী ঘাট সেতুর। মকর সংক্রান্তির দিন সূর্যাস্তের সময় সেখানে গিয়েছিলেন রবি এবং তাঁর ভাই। ছোট ছেলেকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন রবি।
অভিযোগ, বাইকে চেপে সেতুর উপর ওঠেন তাঁরা। তার পর ব্যস্ত রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে রেখে নিজস্বী তুলতে শুরু করেন। তিন জনেই নিজস্বী তোলায় এতটাই মগ্ন হয়ে পড়েন, যে তাঁদের দিকে এগিয়ে আসা গাড়িটিকে দেখতে পাননি।
গাড়িটি সজোরে ধাক্কা মারে তাঁদের। তিন জনই ছিটকে পড়েন। অবিলম্বে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার মৃত্যু হয় ওই শিশু এবং তার কাকার। মৃতদের নাম যথাক্রমে যশ (৮) এবং গোলু (২৪)। শিশুটির বাবা রবির অবস্থাও আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে।