Union Budget 2024

‘নির্মলার বাজেটে বঞ্চনার শিকার’, নীতি আয়োগের বৈঠক বয়কটে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক ডিএমকের প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের ওই বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছেন বেণুগোপাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৪ ২৩:১৯
Share:

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী সরকারের বাজেটে কংগ্রেস শাসিত রাজ্যগুলির প্রতি অবিচারের অভিযোগ উঠল। এআইসিসির সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ কেসি বেণুগোপাল মঙ্গলবার এই অভিযোগ তুলে বলেন, ‘‘এই বঞ্চনার প্রতিবাদে আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন না।’’

Advertisement

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক ডিএমকের প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের ওই বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছেন বেণুগোপাল। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, ‘‘এই কেন্দ্রীয় বাজেট অত্যন্ত বৈষম্যমূলক এবং বিপজ্জনক। যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সাম্যের নীতির পরিপন্থী এই কেন্দ্রীয় বাজেট।’’

প্রসঙ্গত, অতীতে একাধিক বারই মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ নানা প্রকল্পে রাজ্যের পাওনা আটকে রেখেছে বলে অভিযোগ তুলে একাধিক বার নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী ২৭ জুলাই বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি যেতে পারেন বলে নবান্ন সূত্রের খবর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement