প্রতিনিধিত্বমূলক ছবি।
খুন, থানায় গুলিকাণ্ডের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন। কিন্তু তাঁর নাগাল পেতে পুলিশের ৩২টা বছর লেগে গেল! ১৯৯২ সালের একটি ঘটনায় অভিযুক্ত রাজু চিকানয়া ওরফে বিলাস পওয়ারকে অবশেষে গ্রেফতার করল মুম্বই পুলিশ। কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গী বিলাস এত দিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা-ঢাকা দিয়েছিলেন। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৯২ সালে মুম্বইয়ের দাদর থানায় গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিলাস। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে খুনের মামলাও দায়ের হয়েছিল। কিন্তু তার পর থেকেই বিলাসকে খুঁজে পাওয়া যায়নি। বার বার আস্তানা বদল করে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বিলাস। শুধু দাদর থানায় নয়, তাঁর নামে দেওনার থানাতেও অভিযুক্ত হিসাবে অন্য মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় তাঁর খোঁজ চলছিল। অলিবাগ থানাতেও বিলাসের নামে খুনের মামলা রুজু হয়েছিল।
এক সময় মুম্বইয়ের গোভন্দি এলাকা বিলাসের দখলে ছিল। সেই এলাকা থেকেই বিভিন্ন অপরাধমূলক কাজ তিনি পরিচালনা করতেন বলে অভিযোগ। আশির দশকে মুম্বইয়ে অন্যতম গ্যাংস্টার হয়ে উঠেছিলেন তিনি। কী ভাবে ৩২ বছর ধরে পুলিশের গ্রেফতারি এড়িয়েছিলেন, তা তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। শনিবার তাঁকে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।