ছবি টুইটার।
রাস্তায় পড়েছিল একটি ব্যাগ। আর সেই ব্যাগ খুলতেই বেরোল রাশি রাশি টাকা! সবই ২০০০ ও ৫০০ টাকার নোট। উদ্ধার হওয়া টাকার অঙ্ক ৪৫ লাখ। এক সঙ্গে এত টাকা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছে উঠে গিয়েছিল এক ট্রাফিক পুলিশকর্মীর। লাখ লাখ টাকা ভর্তি ওই ব্যাগ স্থানীয় থানায় পৌঁছে দেন জনৈক কনস্টেবল।
হাতের সামনে লক্ষ লক্ষ টাকা ভর্তি ব্যাগ উদ্ধারের পরও যে ভাবে সততার সঙ্গে তা থানায় ফেরালেন কনস্টেবল, তার জন্য তাঁকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ওই কনস্টেবলের নাম নীলম্বর সিংহ। ছত্তীসগঢ়ের নব রাইপুরের কেয়াবাঁধা পোস্টে কর্মরত তিনি।
এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সুখনন্দন রাঠৌর বলেছেন, ‘‘মানা থানার অন্তর্গত এলাকায় একটি রাস্তায় ব্যাগ পরে থাকতে দেখেন কনস্টেবল। ব্যাগ খুলে লক্ষাধিক টাকা দেখতে পান তিনি। এ খবর পুলিশের শীর্ষ আধিকারিকদের জানান। তার পর সিভিল লাইন্স থানায় ব্যাগটি জমা দেন।’’
তবে কে বা কারা ওই টাকা ভর্তি ব্যাগ রাস্তায় ফেলে গেল, সে নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।