CBI

৪ হাজার ৭৩৬ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ হায়দরাবাদে

সিবিআই-এর অভিযোগ, ২০১৩-১৮ সালের মধ্যে এই নির্মাণ সংস্থা একাধিক নথি জাল করে। সেই সঙ্গে সঠিক নয় এমন গ্যারান্টি অর্থের পরিমাণ ও বিনিয়োগ দেখিয়ে এই ঋণ আদায় করেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৯:৪৬
Share:

প্রতীকী চিত্র

হায়দরাবাদের এক সংস্থার বিরুদ্ধে ৪ হাজার ৭৩৬ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। হায়দরাবাদের নির্মাণ সংস্থা কোস্টাল প্রোজেক্টের বিরুদ্ধে আঙুল তুলল সিবিআই। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেতৃত্বে তৈরি ব্যাঙ্ক গোষ্ঠীতে এই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

Advertisement

সিবিআই-এর অভিযোগ, ২০১৩-১৮ সালের মধ্যে এই নির্মাণ সংস্থা একাধিক নথি জাল করে। সেই সঙ্গে সঠিক নয় এমন গ্যারান্টি অর্থের পরিমাণ ও বিনিয়োগ দেখিয়ে এই ঋণ আদায় করেছিল। একটি এফআইআরেও এমন অভিযোগ করা হয়েছে। সিবিআই-এর মুখপাত্র শনিবার এই কথা জানিয়েছেন।

২০১৩ সালের ২৮ অক্টোবর থেকে এই বিপুল ঋণের পরিমাণ ব্যাঙ্কের পরিভাষায় ‘অলাভজনক সম্পত্তি’ বা ‘নন পারফর্মিং অ্যাসেট’-এ পরিণত হয়। তারপর গত বছর ফেব্রুয়ারি মাসে এটিকে জালিয়াতি হিসাবে ঘোষণা করা হয়।

Advertisement

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সাবিনেনি সুরেন্দ্র ছাড়াও ম্যানেজিং ডিরেক্টর হরিহর রাও, ডিরেক্টর শ্রীধর চন্দ্রশেখরণ ও বেশ কয়েকজনের নাম অভিযোগে যুক্ত করে সিবিআই। অভিযুক্তদের বাড়ি ও কর্মক্ষেত্রে ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। পাওয়া গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র।

আরও পড়ুন:বার্ড ফ্লু: হাঁস, মুরগি-সহ জ্যান্ত পাখি আমদানিতে নিষেধাজ্ঞা দিল্লি-অসমে

আরও পড়ুন: কৃষি আইনের বিরোধিতায় ঝাঁপাক কংগ্রেস, চাইছেন প্রিয়ঙ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement