Marijuana Trafficker

ইঁদুরে খেয়ে গেল প্রায় ২২ কেজি গাঁজা! চেন্নাইয়ে প্রমাণের অভাবে খালাস গাঁজাকেসে ধৃত দুই

চার্জশিট অনুযায়ী, পুলিশ ২২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছিল। কিন্তু আদালতের সামনে মাত্র ৫০ গ্রাম গাঁজা দেখাতে পারে পুলিশ। জানায়, বাকি গাঁজা ইঁদুরে খেয়ে ফেলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

চেন্নাই শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৫:১৮
Share:

— প্রতীকী ছবি।

২২ কেজি গাঁজা-সহ ধরা পড়েছিলেন দুই ব্যক্তি। কিন্তু আদালতে প্রমাণ পেশ করতে গিয়ে পুলিশ দেখল, ইঁদুরে খেয়ে ফেলেছে বাজেয়াপ্ত হওয়া গাঁজা। অতঃপর, প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে গেলেন চেন্নাইয়ের বাসিন্দা দুই ব্যক্তি।

Advertisement

২০২০ সালে ২২ কেজি গাঁজা সমেত মেরিনা পুলিশের হাতে ধরা পড়েছিলেন রাজাগোপাল এবং নাগেশ্বরা রাও। তার পর থেকে তাঁদের ঠিকানা ছিল জেল। সেই মামলায় চার্জশিট দায়ের করে পুলিশ।

এনডিপিএস আদালতের বিচারকের কাছে পুলিশ ৫০ গ্রাম গাঁজা জমা দেয়। ওই গাঁজা অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। পুলিশ আদালতকে জানায়, আরও ৫০ গ্রাম গাঁজা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তখন কোর্ট প্রশ্ন করে, বাকি ২১.৯ কেজি কোথায়? তার জবাবে পুলিশ জানায়, ওই গাঁজা মালখানায় জমা রাখা হয়েছিল। সেখানে ইঁদুর গাঁজা খেয়ে নিয়েছে।

Advertisement

চার্জশিটে দাবি করা ২২ কেজি গাঁজা আদালতকে দেখাতে না পারায় বিচারক তথ্যপ্রমাণের অভাবে দুই অভিযুক্তকেই বেকসুর খালাস করার নির্দেশ দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement