— প্রতীকী ছবি।
সমুদ্রে ভাসমান বস্তা দেখেই সন্দেহ হয়েছিল মৎস্যজীবীদের। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বস্তা উদ্ধার করে তা খুলতেই বেরোল এক মহিলার দেহ। তাঁর হাত, পা ভেঙে একটি বস্তায় ভরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
মুম্বইয়ের সমুদ্র সৈকত ‘ওরলি সি ফেস’। মঙ্গলবার সেই ওরলির সমুদ্রে একটি বস্তা ভাসতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। পুলিশকে খবর দেওয়া হয়। ওরলি থানার পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে। তার ভিতর থেকে বেরোয় এক মহিলার পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে, মহিলাকে খুন করে হাত, পা ভেঙে ওই বস্তায় ঢোকানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুনের পরই বস্তায় ভরা হয়েছিল। তার পর বস্তা ফেলে দেওয়া হয়েছিল আরব সাগরে। কিন্তু কে মহিলাকে খুন করলেন, তা এখনও অজানা।
সূত্রের খবর, জোয়ারের সময় বস্তাটি ভাসতে ভাসতে একটি নালার মুখে এসে ঠেকে। ওই রকম নালা দিয়ে মুম্বই শহরের জল সমুদ্রে গিয়ে পড়ে। নালার মুখে আটকে থাকা বস্তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তখন তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে খুনের ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারবেন পুলিশ আধিকারিকেরা। ওরলি থানার পুলিশ অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে আশপাশের সমস্ত থানায়। সেই এলাকায় কোনও মহিলা নিখোঁজ হয়েছেন কি না সেই খোঁজখবর নেওয়া হচ্ছে।