ফাইল ছবি
পয়লা জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল চারধাম যাত্রা। তবে কোভিড সংক্রমণের কথা বিবেচনা করে উত্তরাখণ্ড হাই কোর্ট চারধাম যাত্রায় স্থগিতাদেশ দিয়েছিল। মঙ্গলবার হাই কোর্টের সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। বুধবার শীর্ষ আদালতে এই আবেদনের শুনানি হবে
ইতিমধ্যেই উত্তরাখণ্ড হাই কোর্টের নির্দেশের পর চারধাম যাত্রা স্থগিত করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যাত্রা বন্ধ থাকছে বলে জানিয়ে দিয়েছে তারা।
চারধাম যাত্রার জন্য নয়া কোভিডবিধি জারি করেছিল উত্তরাখণ্ড সরকার। ১ জুলাইয়ে প্রথম পর্যায়ের যাত্রা ছিল। দ্বিতীয় পর্যায়ের যাত্রার দিন নির্ধারিত করা হয়েছিল ১১ জুলাই। দেশে যখন কোভিড পরিস্থিতি চরমে সে সময় কুম্ভ মেলার অনুমতি দিয়ে এমনিতেই প্রবল সমালোচনা মুখে পড়়তে হয় উত্তরাখণ্ড সরকারকে। লাখ লাখ পুণ্যার্থী জামায়েত হয়েছিলেন শাহি স্নানের জন্য। কোভিড বিধি না মানার অভিযোগও ওঠে বিস্তর।