Hyderabad Iron Cage Accident

সহকর্মীর সঙ্গে লোহার খাঁচায় বন্দির খেলা, দুর্ঘটনায় প্রাণ হারালেন সংস্থার সিইও

একটি লোহার খাঁচার ভিতর প্রবেশ করে মঞ্চের উপর নামার কথা ছিল সঞ্জয়ের। পরিকল্পনামাফিক সংস্থার এক সহকর্মীর সঙ্গে খাঁচার ভিতর প্রবেশ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৪:৩১
Share:

—প্রতীকী ছবি।

সংস্থার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। কিন্তু সাফল্যের সেই অনুষ্ঠানের দিনই বিপদ ঘনিয়ে এল সংস্থার সিইও-র জীবনে। অনুষ্ঠানের সময় মঞ্চে ওঠার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান সংস্থার সিইও সঞ্জয় শাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে এই ঘটনাটি ঘটে।

Advertisement

পিটিআই সূত্রে খবর, এক বেসরকারি সংস্থার রজতজয়ন্তী উপলক্ষে রামোজি ফিল্ম সিটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একটি লোহার খাঁচার ভিতর প্রবেশ করে মঞ্চের উপর নামার কথা ছিল সঞ্জয়ের।

পরিকল্পনামাফিক সংস্থার এক সহকর্মীর সঙ্গে খাঁচার ভিতর প্রবেশ করেন সঞ্জয়। উঁচু জায়গা থেকে মঞ্চের উপর নামার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। খাঁচাটি যে লোহার চেনের সঙ্গে বাঁধা ছিল তা হঠাৎ ভেঙে খাঁচাটি নীচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন মারা যান সঞ্জয়। তাঁর সহকর্মীর অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement