Salary Hike of MPs

মাসে ২৪০০০ টাকা বেতন বৃদ্ধি সাংসদদের! মিলবে অতিরিক্ত দৈনিক ভাতা, প্রাক্তনদের জন্য পেনশনও এ বার বর্ধিত হারে

সাংসদদের বেতন ২৪ শতাংশ হারে বৃদ্ধি করল কেন্দ্র। ২০২৩-২৪ অর্থবর্ষের শুরু থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে জানিয়েছে সংসদীয় বিষয়ক মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৮:০৩
Share:
সাংসদদের বেতন বৃদ্ধি করল কেন্দ্র।

সাংসদদের বেতন বৃদ্ধি করল কেন্দ্র। —ফাইল চিত্র।

সাংসদদের বেতন এবং ভাতা বৃদ্ধি করছে কেন্দ্র। সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সাংসদদের বেতন ২৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। সাংসদদের বেতনের পাশাপাশি তাঁদের ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও বৃদ্ধি করা হচ্ছে।

Advertisement

সংসদীয় বিষয়ক মন্ত্রক থেকে জানানো হয়েছে, সাংসদেরা এখন থেকে মাসে ১ লক্ষ ২৪ হাজার টাকা করে বেতন পাবেন। আগে এটি ছিল মাসে এক লক্ষ টাকা করে। সাংসদদের দৈনিক ভাতা ২০০০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০০ টাকা করা হয়েছে। প্রাক্তন সাংসদদের জন্য পেনশনও বৃদ্ধি করা হয়েছে। এত দিন প্রাক্তন সাংসদেরা মাসে ২৫ হাজার টাকা করে পেনশন পেতেন। এ বার থেকে তাঁরা মাসে ৩১ হাজার টাকা করে পেনশন পাবেন। কেউ পাঁচ বছরের বেশি সাংসদ থাকলে, প্রতি বছরের হিসাবে তাঁর পেনশনের অঙ্কও বৃদ্ধি পায়। পাঁচ বছরের পর থেকে প্রতি বছরের জন্য প্রাক্তন সাংসদদের মাসে এত দিন ২০০০ টাকা করে বেশি পেনশন পেতেন। সেটি এ বার বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৩ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত বেতন কার্যকর হবে। এখন ২০২৫ সালের মার্চ মাস চলছে। সে ক্ষেত্রে দু’টি গোটা অর্থবর্ষের বর্ধিত বেতনের বকেয়া অংশও পাবেন সাংসদেরা। হিসাব অনুসারে, গত ২৪ মাসের হিসাবে বর্ধিত বেতনের বকেয়া বাবদ পাঁচ লক্ষ ৭৬ হাজার টাকা পাবেন সাংসদেরা। কেন্দ্র জানিয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি কার্যকর করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement