Ranya Rao Gold Smuggling

সোনা পাচারে রান্যাকে সাহায্যের অভিযোগ, টাকার ভাগও নিতেন! কর্নাটকে ধৃত আরও এক ব্যবসায়ী

এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন। ডিআরআই সূত্রে খবর, অভিযুক্ত ব্যবসায়ী বল্লারির বাসিন্দা। তাঁর নাম সাহিল সাকারিয়া জৈন। কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের ঘনিষ্ঠ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১২:২১
Share:
সোনা পাচার-কাণ্ডে আরও বিপাকে অভিনেত্রী রান্যা রাও। —ফাইল চিত্র।

সোনা পাচার-কাণ্ডে আরও বিপাকে অভিনেত্রী রান্যা রাও। —ফাইল চিত্র।

সোনা পাচার-কাণ্ডে কর্নাটকের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ডায়রেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন। ডিআরআই সূত্রে খবর, অভিযুক্ত ব্যবসায়ী বল্লারির বাসিন্দা। তাঁর নাম সাহিল সাকারিয়া জৈন। কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের ঘনিষ্ঠ।

Advertisement

বুধবার জৈনকে গ্রেফতার করেছে ডিআরআই। ডিআরআই সূত্রের দাবি, দুবাই থেকে ভারতে সোনা পাচারে রান্যাকে সাহায্য করতেন জৈন। শুধু তা-ই নয়, পাচার হওয়া সোনা বিক্রির টাকার ভাগ নিতেন বলে অভিযোগ। কন্নড় অভিনেত্রীর ঘনিষ্ঠও এই ব্যবসায়ী। সোনা পাচার-কাণ্ডে প্রথমে গ্রেফতার হয়েছিলেন রান্যা। তার পর তাঁর এক বন্ধু তরুণকেও গ্রেফতার করে ডিআরআই। তরুণও এক জন ব্যবসায়ী। ঘটনাচক্রে, এই ঘটনায় তৃতীয় অভিযুক্ত যাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনিও এক জন ব্যবসায়ী। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের শিকড় অনেক গভীরে।

ডিআরআই সূত্রের দাবি, এই চক্রের শিকড়ের জাল কত দূর বিস্তৃত, তার হদিস পেতে রান্যা, তরুণদের লাগাতার জেরা করা হচ্ছে। তবে তদন্ত যত এগোবে, আরও অনেক চমকে দেওয়ার মতো তথ্য বেরিয়ে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা। এই পাচারকাণ্ডে ইতিমধ্যেই রান্যার বাবা তথা রাজ্য পুলিশের ডিজি কে রামচন্দ্র রাওয়ের নামও জড়িয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। ডিআরআই-এর দাবি, বাবার প্রভাব এবং পদমর্যাদাকে কাজে লাগিয়ে বেঙ্গালুরু বিমানবন্দরে ভিআইপি সুযোগ নিয়ে পাচার করতেন রান্যা। এ বছরের শুরুতেই ২৭ বার দুবাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী। দুবাইয়ে সোনা কেনার জন্য রান্যাকে কে টাকা দিয়ে সাহায্য করতেন, তাঁর বিদেশ ভ্রমণের খরচই বা কে বা কারা বহন করতেন, তার হদিস পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement