সমাজকর্মী হর্ষ মন্দার।
উস্কানিমূলক বক্তৃতার জেরে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য সমাজকর্মী হর্ষ মন্দারের আর্জির শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। হর্ষ সুপ্রিম কোর্ট সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে আজ প্রধান বিচারপতির বেঞ্চের কাছে অভিযোগ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বেঞ্চ জানিয়েছে, আগে ওই বিষয়টির মীমাংসা হওয়া প্রয়োজন। ৬ মার্চ এই বিষয়টির শুনানি হবে। পরে সলিসিটর জেনারেলের অভিযোগের সমর্থনে হলফনামা দিয়েছে দিল্লি পুলিশ। মন্দারের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরুর আর্জিও জানিয়েছে তারা।
আজ ওই মামলার শুনানিতে মন্দারের আর্জি নিয়ে আপত্তি জানান সলিসিটর জেনারেল। তিনি বলেন, ‘‘মন্দার সিএএ-বিরোধী একটি সভায় বলেছেন, সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা নেই। তাও সেখানে যেতে হয়। এই বক্তব্য আদালতের পক্ষে অবমাননাকর।’’ তিনি আরও জানান, অসমে ডিটেনশন শিবির নিয়ে মামলায় আবেদনকারীর তালিকা থেকে মন্দারের নাম বাদ দিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কারণ, তখন মন্দার বেঞ্চ বদলের আর্জি জানিয়েছিলেন।
মন্দারের আইনজীবী করুণা নন্দী জানান, তাঁর মক্কেল কোর্টের পক্ষে অবমাননাকর মন্তব্য করেননি। মন্দারের ওই বক্তৃতার বয়ান চেয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবডে। তিনি বলেন, ‘‘আমরা এখন আপনার আর্জি শুনব না....যদি সুপ্রিম কোর্ট সম্পর্কে হর্ষ মন্দারের এই ধারণা হয়ে থাকে তবে আগে তা নিয়ে সিদ্ধান্ত হওয়া প্রয়োজন।’’
বিষয়টি নিয়ে সলিসিটর জেনারেলকে হলফনামা দিতে বলেন প্রধান বিচারপতি। ভিডিয়ো ক্লিপও দেখতে চান তিনি। এ দিন দুপুর দু’টোর মধ্যেই হলফনামা দেওয়া হবে বলে জানান মেহতা। মন্দারের আইনজীবী জানান, তাঁর মক্কেল বিদেশে রয়েছেন। তাই এই বিষয়ের শুনানি ৮ মার্চের পরে করার আবেদন জানান তিনি। মেহতা বলেন, ‘‘কেন? সরকার পক্ষের বিরুদ্ধে ভিডিয়ো নিয়ে আপনারা এক দিনও অপেক্ষা করতে চাননি। আর আপনার মক্কেল এমন বক্তৃতা দিয়ে বিদেশে চলে গিয়েছেন!’’
তবে বেঞ্চ ৬ মার্চ বিষয়টি শোনার সিদ্ধান্ত নিয়েছে।