PM CARES Fund

পিএম কেয়ারস: পক্ষে সওয়াল

জনস্বার্থ মামলায় পিএম কেয়ারস তহবিল নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তোলা হয়েছে।

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০২:০০
Share:

ছবি: সংগৃহীত।

সুপ্রিম কোর্টে পিএম কেয়ারস তহবিলের যৌক্তিকতার পক্ষে সওয়াল করল কেন্দ্র। কেন্দ্রের আরও দু’টি দুর্যোগ মোকাবিলা তহবিলে কেন এই তহবিলে আসা বিপুল টাকা জমা দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিল একটি অসরকারি সংস্থা। তার শুনানিতে সরকার পক্ষের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা হাজির হয়ে যুক্তি দেন, সম্পূর্ণ স্বেচ্ছা দানের জন্য পিএম কেয়ারস তহবিলটি খোলে কেন্দ্র। অন্য দু’টি তহবিল এনডিআরএফ এবং এসডিআরএফ-এর ক্ষেত্রে আইনমাফিক বাজেট বরাদ্দের বাধ্যবাধকতা রয়েছে, যা পিএম কেয়ারসে রাখতে চায়নি সরকার। তাই এই আলাদা তহবিল।

Advertisement

জনস্বার্থ মামলায় পিএম কেয়ারস তহবিল নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তোলা হয়েছে। আগে থেকেই বেশ কয়েকটি তহবিল থাকতেও কেন এই তহবিল গড়া হল, সেই প্রশ্নও তোলা হয়েছে। আবেদনকারীদের কৌঁসুলি দুস্মন্ত দাভে সরকারের এই সিদ্ধান্তকে ‘সংবিধানকে প্রবঞ্চনা’ বলে মন্তব্য করে বলেছিলেন, ‘‘অন্য তহবিলগুলির হিসেব পরীক্ষার দায়িত্ব সিএজি-কে দেওয়া হলেও পিএম কেয়ারসের অডিট করার দায়িত্ব বেসরকারি হাতে দেওয়ার কথা বলা হয়েছে। যা অনুচিত।’’ অন্য এক আবেদনকারীর আইনজীবী কপিল সিব্বল শুনানিতে বলেন, ‘‘অন্য তহবিলের টাকা পাওয়ার হক রাজ্য সরকারগুলির আছে। কিন্তু পিএম কেয়ারস তহবিলের টাকা কী ভাবে খরচ হবে, তার আইনকানুন নেই। তাই সেই তহবিলে বিপুল টাকা জমা পড়লেও রাজ্যগুলি কিছুই পাচ্ছে না।’’ সলিসিটর জেনারেল যুক্তি দেন, খোদ প্রধানমন্ত্রী যে তহবিলের চেয়ারম্যান, অন্য শীর্ষ মন্ত্রীরা যার সদস্য, সেই তহবিল নিয়ে কারও সন্দেহ পোষণ করাই উচিত নয়।’’ সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement