Central Vigilance Commisssion

৭ মাস পরে নিয়োগ মুখ্য ভিজিল্যান্স কমিশনারের

সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বাসভবনে আজ সন্ধ্যায় নরেন্দ্র মোদী, অমিত শাহ ও লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর বৈঠক হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৮
Share:

ফাইল চিত্র।

সাত মাস খালি থাকার পর আজ মুখ্য ভিজিল্যান্স কমিশনারের পদ পূরণ করল নরেন্দ্র মোদী সরকার। জানুয়ারিতে খালি হবে মুখ্য তথ্য কমিশনার পদ। সেই পদেও হতে চলেছে নতুন নিয়োগ।

Advertisement

সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বাসভবনে আজ সন্ধ্যায় নরেন্দ্র মোদী, অমিত শাহ ও লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর বৈঠক হয়। সেখানে স্থির হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সচিব সঞ্জয় কোঠারি হবেন নতুন মুখ্য ভিজিল্যান্স কমিশনার। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রাক্তন সচিব বিমল জুলকা হবেন মুখ্য তথ্য কমিশনার। এখন তিনি তথ্য কমিশনার পদে রয়েছেন। এর সঙ্গেই সুরেশ পটেলকে ভিজিল্যান্স কমিশনার ও অমিতা পাণ্ডবকে তথ্য কমিশনার নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

হরিয়ানা ক্যাডারের আইএএস সঞ্জয় কোঠারি কেন্দ্রের পার্সোনেল বিভাগের সচিব পদে অবসর নিয়েছিলেন। তার পরে পিইএসবি-র চেয়ারম্যান হিসেবেও কাজ করেন। রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর সচিব করে আনা হয় সঞ্জয়কে। গত বছর তাঁর মেয়াদ বাড়ানোও হয়।

Advertisement

বিরোধীদের প্রশ্ন, এত দিন কেন মুখ্য ভিজিল্যান্স কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ খালি রাখা হয়েছিল? মুখ্য তথ্য কমিশনার অথবা অন্য তথ্য কমিশনার পদে নিয়োগের আগে তথ্য জানার অধিকার আইন মোতাবেক কেন সম্ভাব্যদের নাম প্রকাশ করা হয়নি— তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত ভূষণ, অঞ্জলি ভরদ্বাজেরা। তবে সে সবের পরোয়া না করে সরকার আজ সিদ্ধান্ত নিয়ে ফেলল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement