ফাইল চিত্র
কোভিডের টিকা ‘কোভ্যাক্সিন’র উৎপাদক সংস্থা ভারত বায়োটেকের হায়দরাবাদ ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব পেল সিআইএসএফ। ১৪ জুন থেকে সিআইএসএফ কমান্ডোরা এই ক্যাম্পাসের সুরক্ষা দেবেন।
হায়দরাবাদের শামিরপেট এলাকায় জেনোম ভ্যালিতে অবস্থিত ভারত বায়োটেকের ক্যাম্পাস। সংস্থাটির অফিস এবং প্ল্যান্ট এবার আধাসামরিক বাহিনীর সুরক্ষার আওতায় থাকবে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর পর সিআইএসএফ একটি সমীক্ষা চালিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলেন, "দেশের চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এই সংস্থাটি গুরুত্বপূর্ণ। স্পষ্টতই, সংস্থার অফিসে হামলার আশঙ্কা আছে। তাই সিআইএসএফ-কে হায়দরাবাদে ভারত বায়োটেকের অফিস সুরক্ষিত রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।" সিআইএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও প্রধান মুখপাত্র অনিল পান্ডে পিটিআই-কে বলেছেন, "১৪ জুন থেকে বাহিনী মোতায়েন করা হবে।"