coronavirus

Covid 19: কেরল-সহ ছয় রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ,পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় দল

এই রাজ্যগুলিতে কোভিড প্রতিরোধের কাঠামো বিচার করে দেখবে দলগুলি। দেখা হবে কত পরিমাণ টেস্ট হচ্ছে, যথেষ্ট কড়াকড়ি মানা হচ্ছে কী না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১২:৩৮
Share:

ফাইল ছবি

দ্বিতীয় তরঙ্গ মিলিয়ে যাওয়ার আগেই ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশের ছয় রাজ্যে ফের করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে দল। আক্রান্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ওড়িশা, ছত্তীসগঢ়, মণিপুর। কেন্দ্রীয় দল এই রাজ্যগুলিকে কোভিড মোকাবিলায় বিশেষ সাহায্য করবে। কী করে সংক্রমণ রোধ করা যায়, এই রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে আলোচনা করবে।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, করোনা মোকাবিলার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখে এই রাজ্যগুলিকে পড়তে হচ্ছে, তা খতিয়ে দেখবে এই দলটি। কী কাজ করবে সে বিষয়ে নাম না করে বিস্তারিত জানিয়েছেন এক সরকারি আধিকারিক। তিনি বলেছেন, ‘‘এই রাজ্যগুলিতে কোভিড প্রতিরোধের কাঠামো বিচার করে দেখবে দলগুলি। কত সংখ্যক টেস্ট করা হচ্ছে, কন্টেনমেন্ট জোনে যথেষ্ট পরিমাণ কড়াকড়ি মানা হচ্ছে কি না। এ ছাড়া অ্যাম্বুল্যান্স, হাসপাতালের শয্যা, অক্সিজেন যথেষ্ট আছে কি না, তাও খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ দল।’’

Advertisement

এই দলগুলির মধ্যে মণিপুর দলটির নেতৃত্ব দিচ্ছেন এল স্বস্তিচরণ, অরুণাচল প্রদেশের দলের নেতৃত্বে থাকছেন সঞ্জয় সাধুখাঁ, ত্রিপুরার দলের নেতৃত্বে থাকছে আরএন সিংহ, কেরলে রুচি জৈন, ওড়িশায় চিকিৎসক এ দাঁ ও ছত্তীসগঢ়ে দিবাকর সাহু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement