দেশের ৯১টি বড় জলাধারে জল শুকিয়ে মাত্র ২৪ শতাংশে এসে ঠেকেছে। কেন্দ্রীয় জল কমিশন তাঁদের সাম্প্রতিক একটি রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে। এই ঘাটতির জন্য তাপমাত্রা বাড়ার পাশাপাশি ২০১৪-১৫ সালের অল্প বৃষ্টিকেই দায়ী করছে তারা। তবে এ বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত পরিমাণে বৃষ্টি হবে বলে আশাবাদী আবহাওয়া দফতর।