প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
বিশেষজ্ঞ সংস্থা ‘সেন্টার ফর পলিসি রিসার্চ’-এর বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স সাময়িক ভাবে খারিজ করল নরেন্দ্র মোদী সরকার। এই বিশেষজ্ঞ সংস্থার প্রেসিডেন্ট কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মেয়ে যামিনী আইয়ার।
গত বছরের সেপ্টেম্বর মাসে ওই বিশেষজ্ঞ সংস্থার দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর। সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। অভিযোগ, সংস্থাটি বিভিন্ন বিদেশি সংস্থার কাছ থেকে অনুদান পায়। তিস্তা শেতলওয়াড়ের স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকেও এই সংস্থাটি অনুদান পায় বলে অভিযোগ উঠেছিল। কিন্তু তিস্তার সংস্থার বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স ২০১৬ সালেই সাময়িক ভাবে খারিজ করে স্বরাষ্ট্র মন্ত্রক।
ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা ‘সেন্টার ফর পলিসি রিসার্চ’-কে ‘বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ ও বিভিন্ন আমেরিকান বিশ্ববিদ্যালয় অনুদান দেয় বলে সূ্ত্রের খবর। বিদেশ অনুদানের লাইসেন্স সাময়িক ভাবে খারিজ হওয়ার পরে সংস্থার তরফে জানানো হয়েছে, তল্লাশির পরে আয়কর দফতরের তরফে অনেক নোটিস পাঠানো হয়েছে। তার জবাবও দেওয়া হয়েছে। সংস্থার বক্তব্য, ‘‘আমাদের আশা, সাংবিধানিক মূল্যবোধ মেনে এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি হবে।’’