Indian Army

আধাসেনারও শীর্ষে মহিলারা

সম্প্রতি দেশের সবচেয়ে বড় আধাসেনা— সিআরপিএফ-এর শ্রীনগর সেক্টরের দায়িত্ব সফল ভাবে সামলেছেন ১৯৯৬ সালের তেলঙ্গনা ক্যাডারের আইপিএস চারু শর্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ০৬:৫১
Share:

আগামী দিনে আধাসেনার ৩৩ শতাংশ পদে মহিলাদের নিয়োগ। প্রতীকী ছবি।

ভারতীয় সেনায় গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাচ্ছেন মহিলারা। মোতায়েন হচ্ছেন সীমান্তেও। এ বার আধাসেনার দায়িত্বও মহিলা আইপিএস অফিসারদের হাতে তুলে দেওয়া শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। মূলত বাহিনীর শীর্ষে মহিলা অফিসারকে সামনে রেখে ওই বাহিনীতে মহিলাদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। লক্ষ্য, আগামী দিনে আধাসেনার ৩৩ শতাংশ পদে মহিলাদের নিয়োগ।

Advertisement

সম্প্রতি সশস্ত্র সীমা বলের ডিজি হিসেবে মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস অফিসার রশমি শুক্লকে নিয়োগে ছাড়পত্র দেয় মোদী মন্ত্রিসভা। মূলত নেপাল-ভূটান সীমান্তে পাহারার দায়িত্বে থাকা সশস্ত্র সীমা বলে শুক্লের আগেই অতিরিক্ত ডিজি হিসেবে কর্মরত রয়েছেন বি রাধিকা। সব কিছু ঠিক থাকলে শুক্লের অবসরের পরে ১৯৮৯ ব্যাচের অফিসার রাধিকাই ওই বাহিনীর ডিজি হতে চলেছেন। এর আগে সিআরপিএফের অতিরিক্ত ডিজির দায়িত্বে ছিলেন শুক্ল। তাঁর আগে দেবেন্দ্র ফডণবীশ সরকারের আমলে মহারাষ্ট্রে ছিলেন তিনি। যদিও সে সময়ে শুক্লের বিরুদ্ধে বিরোধী নেতাদের বিরুদ্ধে টেলিফোনে আড়িপাতার অভিযোগ উঠেছিল। সে কারণে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে সরকারে এলে বদলি নিয়ে দিল্লি চলে এসেছিলেন শুক্ল।

সম্প্রতি দেশের সবচেয়ে বড় আধাসেনা— সিআরপিএফ-এর শ্রীনগর সেক্টরের দায়িত্ব সফল ভাবে সামলেছেন ১৯৯৬ সালের তেলঙ্গনা ক্যাডারের আইপিএস চারু শর্মা। ‘লেডি সিংহম’ নামে পরিচিত ওই মহিলা অফিসারের নিয়োগ কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের কিছু মাস পরেই হয়। শ্রীনগর, বদগাম ও গান্ডেরবাল মিলিয়ে প্রায় ২২ হাজার সিআরপিএফের দায়িত্বে থাকা চারু দু’বছরে ৬৯টি অভিযানে অংশ নেন, যাতে ২১ জন জঙ্গি মারা যায়। কোভিডের পরে অমরনাথ যাত্রা পরিচালনারও দায়িত্বে ছিলেন তিনি। এ বছর রাষ্ট্রপতির বিশেষ পুলিশ পদক পান চারু। তিনি এক সময়ে সিআরপিএফের বিহার সেক্টরের আই জি ছিলেন।

Advertisement

এ ছাড়া, বর্তমানে বিহার সেক্টরের আই জি হলেন সীমা ধুন্ধিয়া। অন্য দিকে সিআরপিএফ-এর অধীনস্থ ‘র‌্যাপিড অ্যাকশন ফোর্স’ (র‌্যাফ)-এর শীর্ষে রয়েছেন অ্যানি আব্রাহাম। ১৯৮৬ সালে সিআরপিএফে প্রথম মহিলা ব্যাচে অফিসার পদে যোগ দিয়েছিলেন ওই দুই মহিলা। দু’জনেই বিভিন্ন সময়ে শান্তিরক্ষার কাজে লাইবেরিয়াতে নিযুক্ত ছিলেন। পিছিয়ে নেই বিএসএফ। অতিরিক্ত ডিজি হিসাবে বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব পেয়েছেন আইপিএস সোনালি মিশ্র। দেশের পঞ্জাবে বিএসএফের আই জি ছিলেন তিনি। অন্য দিকে বিমানবন্দর-সহ গুরুত্বপূর্ণ ভবনের দায়িত্বে থাকা সিআইএসএফ বাহিনীর অতিরিক্ত ডিজি আইপিএস নীনা সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement