Nirmala Sitharaman

শিল্পে উৎসাহ ভাতা বহু দূর

দেড় মাস কাটতে চললেও এ বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।

Advertisement

প্রেমাংশু চৌধুরী

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০৪:৪৪
Share:

ছবি পিটিআই।

দেড় মাস আগে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা হয়ে গিয়েছে, অর্থনীতিকে চাঙ্গা করতে ১০টি শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য মোদী সরকার উৎসাহ ভাতা দেবে। প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কোটি টাকার সেই প্রকল্পের এখনও সরকারি নির্দেশিকা বের হয়নি। সরকারি সূত্র বলছে, আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

Advertisement

শিল্পমহলের প্রশ্ন, তা হলে গাড়ি, ইস্পাত বা বস্ত্র শিল্পের ঝিমুনি কবে কাটবে? কবেই বা লকডাউনের ধাক্কা কাটিয়ে অর্থনীতি ফের চাঙ্গা হবে?

গত ১১ নভেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন, দেশে শিল্পকে চাঙ্গা করতে দশটি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য উৎসাহ ভাতা দেওয়া হবে। এ জন্য আগামী পাঁচ বছরে সরকারের খরচ হবে প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কোটি টাকা। যে দশটি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য এই উৎসাহ ভাতা বা ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম’ চালু হচ্ছে, তার মধ্যে সবথেকে বেশি অর্থ, প্রায় ৫৭ হাজার কোটি টাকা খরচ হবে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের জন্য। অর্থমন্ত্রীর যুক্তি ছিল, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে। যদিও শিল্পমহলের অনেকেরই মত ছিল, বাজারে চাহিদা না থাকলে উৎসাহ ভাতার জন্য কেউ উৎপাদন বাড়াবে না।

Advertisement

তার পরে দেড় মাস কাটতে চললেও এ বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। কী শর্তে উৎসাহ ভাতা মিলবে, তা-ও জানা যায়নি। মনে করা হয়েছিল, নতুন বছরের শুরুতে না হলেও অন্তত নতুন অর্থ বছরের গোড়া থেকে, বা ২০২১-এর ১ এপ্রিল থেকে উৎসাহ ভাতা চালু হবে। কিন্তু শিল্প-বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, জুন মাসের শেষে নতুন প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি হতে পারে। এখনও বিভিন্ন মন্ত্রকের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা চলছে। উৎসাহ ভাতা দেওয়ার জন্য কী শর্ত ঠিক হবে, তার খুঁটিনাটি বিষয়ে মতের আদানপ্রদান হচ্ছে।

এই ১০টি ক্ষেত্রের উৎসাহ ভাতা ঘোষণার আগে কেন্দ্র মোবাইল, ওষুধ ও ওষুধের কাঁচামাল এবং চিকিৎসা যন্ত্রাংশের উৎপাদন বাড়ানোর জন্য উৎসাহ ভাতা ঘোষণা করেছিল। তার জন্য প্রায় ৫১ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছিল। এর সঙ্গে আরও ১০টি ক্ষেত্রে ১.৪৬ লক্ষ কোটি টাকার উৎসাহ ভাতা ঘোষণা করায় সব মিলিয়ে প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচের কথা ঘোষণা করে সরকার। বলা হয়েছিল, এই ১০টি ক্ষেত্রে উৎসাহ ভাতা ঘোষণার পরে আরও বেশ কিছু ক্ষেত্রেও তা দেওয়া হবে।

যদি প্রথম ১০টি ক্ষেত্রেই উৎপাদন বাড়াতে উৎসাহ ভাতা দিতে জুন মাস গড়িয়ে যায়, তা হলে আরও কিছু ক্ষেত্রে কবে উৎসাহ ভাতা মিলবে? শিল্প-বাণিজ্য মন্ত্রকের কর্তাদের জবাব, প্রাথমিক ভাবে এই ১০টি ক্ষেত্রে উৎসাহ ভাতা দিয়ে কী লাভ হচ্ছে, তা দেখেই অন্যান্য ক্ষেত্রের কথা ভাবনাচিন্তা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement