প্রতীকী ছবি।
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে না। মঙ্গলবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশঙ্ক। করোনা আবহের কারণেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে জানিয়ে তাঁর মন্তব্য, ‘‘কবে পরীক্ষা হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে সরকার সিদ্ধান্ত নেবে।’’
অতিমারি পরিস্থিতির কারণে চলতি বছরেও দশম এবং দ্বাদশ শ্রেণির সব বিষয়ের পরীক্ষার আয়োজন করতে পারেনি সিবিএসই। সুপ্রিম কোর্টের অনুমোদনে বিকল্প মূল্যায়ন পদ্ধতির সাহায্যে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও মেধা তালিকা প্রকাশ করা যায়নি। নিশঙ্ক বিভিন্ন সিবিএসই বিদ্যালয়ের শিক্ষকদের ভার্চুয়াল সভায় বলেন, ‘‘অনেক সিবিএসই স্কুলই গ্রামীণ এলাকায় অবস্থিত। ফলে অনলাইন পরীক্ষা সম্ভব নয়।’’
শিক্ষকদের সঙ্গে আলোচনার পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রবেশিকা পরীক্ষা এবং অনলাইন ক্লাস সম্পর্কে সিবিএসই-র কিছু পড়ুয়ার সঙ্গে ভার্চুয়াল সভায় যোগ দেন। প্রসঙ্গত, আগেই সিবিএসই-র তরফে জানানো হয়েছিল কোনও অবস্থাতেই শুধুমাত্র অনলাইনে পরীক্ষা হবে না। সেই সঙ্গে, পরীক্ষার্থীদের স্বার্থে নবম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস ৩০ শতাংশ কমানোরও সিদ্ধান্ত নিয়েছিল। নিশঙ্কও শিক্ষক এবং পড়ুয়াদের সে কথা জানিয়েছেন।
আরও পড়ুন: কেউ পারবে না বাঁচাতে, কেতুগ্রামে পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
করোনার কারণে চলতি বছরে জেইই, এনইইটি-র মতো প্রতিযোগিতা মূলক পরীক্ষাও পিছিয়ে দিয়েছিল কেন্দ্র। সম্প্রতি নিশঙ্ক জানিয়েছিলেন, শিক্ষার্থীদের স্বার্থে ২০২১ সালে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসে চার দফায় জেইই-মেইনস পরীক্ষার আয়োজন করা হবে। মঙ্গলবার তিনি বলেন, ‘‘শিক্ষার্থী-সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পরে আমরা স্থির করেছি, ২৩-২৬ ফেব্রুয়ারি প্রথম দফার পরীক্ষা হবে। তার পাঁচ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।’’
আরও পড়ুন: নয়া ভাইরাসের টিকা ৬ সপ্তাহে বানানোর দাবি বায়োএনটেকের