কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। —ফাইল চিত্র।
সন্ত্রাসবাদে মদত দেওয়ায় অভিযুক্ত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের মামলা জম্মু থেকে দিল্লিতে সরিয়ে আনতে চাইছে সিবিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই ইঙ্গিত দিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বর্তমানে জম্মুর এক নিম্ন আদালতে ইয়াসিনের বিরুদ্ধে মামলার শুনানি চলছে। ওই মামলায় জম্মুর আদালত নির্দেশ দিয়েছে, ইয়াসিনকে সশরীরে আদালতে পেশ করতে হবে। কিন্তু ইয়াসিন বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। জম্মুর আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল মেহতা। তিনি জানান, তিহাড় জেলের ভিতরে আদালতের ব্যবস্থা রয়েছে। সেখানে প্রয়োজন অনুযায়ী ভি়ডিয়ো কনফারেন্সের ব্যবস্থাও রয়েছে।
অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত ইয়াসিন। ১৯৮৯ সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের কন্যা রুবিয়া সঈদকে অপহরণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ১৯৯০ সালে শ্রীনগরের কাছে ভারতীয় বায়ুসেনার চার জওয়ানকে খুনের মামলাতেও মূল অভিযুক্ত তিনি। ইয়াসিনের মামলা জম্মু থেকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে সিবিআইয়ের আর্জির বিষয়ে অভিযুক্ত-সহ সব পক্ষকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্র বেঞ্চ। আগামী ১৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
সন্ত্রাসবাদ সংক্রান্ত অন্য মামলায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত ইয়াসিন। বর্তমানে তিহাড় জেলে যাবজ্জীবন সাজা কাটাচ্ছেন তিনি। সম্প্রতি অপহরণ ও খুনের মামলায় সাক্ষ্য পুনর্যাচাইয়ের জন্য ইয়াসিনকে শুনানির সময় সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছে জম্মুর নিম্ন আদালত। কিন্তু নিরাপত্তার কারণে ইয়াসিনকে তিহাড় থেকে জম্মু ও কাশ্মীরে নিয়ে যাওয়ায় আপত্তি জানিয়েছে সিবিআই। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈইবার নেতা হাফিজ় মহম্মদ সঈদের সঙ্গে ইয়াসিনের এক মঞ্চে উপস্থিতির ছবিও দেখান সলিসিটর জেনারেল।