লালুর বিরুদ্ধে নতুন দুর্নীতির মামলা। ফাইল চিত্র।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পাওয়ার কয়েক দিনের মধ্যেই লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির নয়া অভিযোগ। বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে লালুর বিরুদ্ধে। দায়ের হয় মামলা। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠাতা লালুর বাড়ি-সহ ১৫টি ঠিকানায় তল্লাশি চালায়।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন নিয়ে মাস খানেক আগে জেল থেকে বাড়ি ফিরেছেন লালু। বিশেষ সিবিআই আদালত গত ফেব্রুয়ারি মাসে লালুকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ লক্ষ টাকা জরিমানা করে। গত মাসে এই মামলায় ঝাড়খণ্ড হাই কোর্ট থেকে জামিন পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ বার আরও এক মামলার মুখোমুখি হলেন ৭৩ বছর বয়সি লালু।
অসুস্থতার জন্য নয়াদিল্লির এমসে ভর্তি করানো হয়েছিল লালুকে। এমস ছেড়ে দেওয়ার পর দিল্লিতে মেয়ে মিসা ভারতীর বাড়িতে ছিলেন প্রবীণ রাজনীতিক। এর মধ্যেই ফের নয়া মামলায় তাঁর বিপদ বাড়ল বলেই মনে করা হচ্ছে।