Theft

Uttar Pradesh: বয়স মাত্র ৬! এই ‘সদয়’ চোরকে নিয়ে ব্যতিব্যস্ত উত্তরপ্রদেশ পুলিশ

অদ্ভুত এই ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৬:৫০
Share:

এই সেই খুদে চোর।

বয়স মাত্র ৬। কিন্তু এই বয়সেই চুরিবিদ্যায় যথেষ্ট হাত পাকিয়েছে সে। বার বার ধরা পড়লেও পুলিশ তার কিছু করতে পারেনি। কারণ প্রতি ক্ষেত্রেই অভিযোগকারী সব অভিযোগ তুলে নিয়েছেন। মায়ায় পড়ে খুদে চোরকে ক্ষমা করে দেন অভিযোগকারীরাই।

Advertisement

অদ্ভুত এই ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের। পুলিশ পর পর কয়েকটি চুরির মামলায় তদন্ত করতে গিয়ে দেখে, যে সব শপিং মল বা দোকানে চুরি হয়েছে, সিসিটিভি ফুটেজে একটা শিশুকে বার বারই সে সব জায়গায় দেখা গিয়েছে। কিন্তু এই খুদে যে চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে, তা ধারণার অতীত ছিল পুলিশের। তদন্তে নেমে অবশ্য চমকে যায় পুলিশই। এই খুদেই আসল অপরাধী! গোটা দশেক ঘটনায় ধরা পড়েছে ওই শিশু। প্রতি বারই তার কাছ থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। কিন্তু প্রতিবারই অভিযোগকারী অভিযোগ তুলে নিয়েছে চোরের বয়স দেখে।

চুরি করলেও এই শিশুটি কিন্তু বড়ই সদয়। কোনও জিনিস কিনে দোকানদারের কাছ থেকে টাকা ফেরত নেয় না সে। তা সে যত টাকাই হোক না কেন। সেই টাকা সে দোকানদারকে দেয় টিপস হিসাবে। কেননা বাকি টাকা ফেরত নেওয়াকে সে ‘অন্যায়’ বলে মনে করে।

Advertisement

কোনও অভিযোগ প্রমাণ করতে না পেরে শেষমেশ পুলিশ তার বাবা-মাকেই থানায় ডেকে সতর্ক করেছে। কিন্তু তার পরেও চুরি থামেনি খুদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement