Uttar Pradesh

পাঁচ কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে খুন! অভিযুক্ত এক মহিলা

পাঁচ সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে নির্মম ভাবে খুন করেন এক মহিলা। পুলিশের কাছে প্রতিবেশীর অভিযোগ তাঁর বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ০৬:৫৪
Share:

প্রতীকী ছবি।

পাঁচ সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল অনীতা দেবী নামে এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের বিসৌলি থানা এলাকায়। পুলিশ মৃত ওই কুকুরছানাগুলির দেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, অনিতা দেবী এবং তাঁর স্বামী সূর্যকান্ত ভুরার বিরুদ্ধে তাঁদের প্রতিবেশী বিভোর শর্মা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই মহিলার বিরুদ্ধে নির্মম ভাবে সদ্যোজাত কুকুরগুলিকে খুনকরার অপরাধে মামলা রুজু করা হয়। সদ্যোজাত ওই ছানাগুলির বয়স মাত্র এক দিন। প্রাণীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে ১৮৬০ আইনের ৪২৯ ধারায় মামলাটি রুজু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement