মহারাষ্ট্রের আহমেদনগরে মিছিলে আওরঙ্গজেবের পোস্টার। ছবি: সংগৃহীত।
মোগল শাসক আওরঙ্গজেবের ছবি নিয়ে মিছিলে হাঁটার অভিযোগে চার জনে বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে মহারাষ্ট্রের রাজনীতি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের হুঙ্কার, ‘‘রাজ্যে এ সব বরদাস্ত করা হবে না।’’ কিন্তু প্রশ্ন উঠছে, আওরঙ্গজেবের ছবি নিয়ে মিছিলে হাঁটার মধ্যে দোষের কী আছে!
ভিনগার ক্যাম্পের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাত ৯টায় মিছিলটি বেরিয়েছিল ফকিরওয়াড়া এলাকা থেকে। তিনি বলেন, ‘‘বাজনা এবং নাচ চলছিল মিছিলে। সেই সময়ই চার জন আওরঙ্গজেবের ছবি দেওয়া পোস্টার তুলে দেখাতে থাকেন। অন্য সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে আঘাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।’’
তবে শুধু মামলা রুজু করেই শেষ হয়নি ঘটনা। সোমবার এ নিয়ে মুখ খোলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ফডণবীস। তিনি বলেন, ‘‘আওরঙ্গজেবের পোস্টার নিয়ে মিছিলে হাঁটা এ রাজ্যে বরদাস্ত করা হবে না। এই দেশ, রাজ্যে আমাদের আরাধ্য ছত্রপতি শিবাজি মহারাজ এবং ছত্রপতি সম্ভাজি মহারাজ।’’
বিরোধী এনসিপিও এ নিয়ে মুখ খুলেছে। এনসিপির মহারাষ্ট্র শাখার প্রধান জয়ন্ত পাটিল রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। শিবসেনার উদ্ধব শিবিরের নেতা আম্বাদাস দানভে যদিও এ বিষয়ে বিজেপি-শিন্ডে সরকারকে খোঁচা দিতে দেরি করেননি। তাঁর কটাক্ষ, সরকার বিভিন্ন আকাশছোঁয়া দাবিদাওয়া করে। কিন্তু কাজের কাজ যে কিছুই হয় না, এই ঘটনা তারই প্রমাণ।
কিন্তু প্রশ্ন উঠছে, মোগল শাসক আওরঙ্গজেবের ছবি নিয়ে কেউ যদি মিছিলে হাঁটেন, তাতে কারও আপত্তির কী কারণ থাকতে পারে? কেনই বা আওরঙ্গজেবের ছবি নিয়ে মিছিল করলে মামলার মুখে পড়তে হবে? এর সদুত্তর প্রশাসন দিতে পারেনি। আনা হয়েছে অন্য সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ।