শনিবার দক্ষিণের সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। — ফাইল চিত্র।
পৌষের শুরুতে শীত অধরা বঙ্গে। এর মধ্যে শনিবার কলকাতা-সহ রাজ্যের ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং, কালিম্পঙে হতে পারে তুষারপাতও। তবে আবার ঠান্ডার আমেজ রাজ্যে কবে মিলবে, তা এখনও স্পষ্ট নয়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বড়দিনের পর থেকে কি কমবে তাপমাত্রা, সেই জবাব এখনও মেলেনি।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। তার জেরে তাপমাত্রারও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণের সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। তাই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
শনিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। পাহাড়ের ওই দুই জেলায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলা শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাঁচ জেলায় কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেখানে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে।