South Eastern Rail

রেলের দক্ষিণ-পূর্ব শাখায় চলবে কাজ, ১৭ নভেম্বর বাতিল একাধিক ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলের রাধাগাঁও স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য এবং রাধাগাঁও ও টিলকান স্টেশনের মধ্যে ‘ট্রাফিক ব্লক’ করার জন্য ১৭ নভেম্বর ওই শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৯:৩১
Share:

প্রতীকী ছবি।

দক্ষিণ-পূর্ব রেলের রাধাগাঁও স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য এবং রাধাগাঁও ও টিলকান স্টেশনের মধ্যে ‘ট্রাফিক ব্লক’ করার জন্য ১৭ নভেম্বর ওই শাখায় একাধিক ট্রেন বাতিল করা হল। রবিবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনস‌ংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই দিন কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Advertisement

১৭ নভেম্বর যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল ১৩৩১৯ এবং ১৩৩২০ দুমকা-রাঁচী-দুমকা এক্সপ্রেস। ১২০১৯ এবং ১২০২০ হাওড়া-রাঁচী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ১৩৫০৩ এবং ১৩৫০৪ বর্ধমান-হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস।

তা ছাড়াও এই কাজ চলার জন্য ১৩৩১৯ দুমকা-রাঁচী এক্সপ্রেস ১৪ নভেম্বর দুমকার পরিবর্তে বোকারো স্টিল সিটি স্টেশন থেকে ছাড়বে। ওই ট্রেনটি ১৫ নভেম্বর রাঁচীর পরিবর্তে বোকারো স্টিল সিটি থেকেই ছাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement