Cyber crime

দুই বোনকে প্রতারণা প্রায় ২ কোটির

পুলিশ জানিয়েছে, প্রবাসী দুই বোন কানাডায় থাকেন। সম্প্রতি ভারতে এসেছিলেন তাঁরা। ফোনে তাঁরা সাইবার প্রতারণার ফাঁদে পড়েন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৯:১৮
Share:

—প্রতীকী চিত্র।

প্রবাসী দুই বোন ভারতে এসে প্রায় ২ কোটি টাকার সাইবার প্রতারণার শিকার হলেন। লখনউ পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ নথিভুক্ত করেছেন সুমন কক্কর এবং বিনয় থাপলিয়াল নামে ওই দুই বোন।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রবাসী দুই বোন কানাডায় থাকেন। সম্প্রতি ভারতে এসেছিলেন তাঁরা। ফোনে তাঁরা সাইবার প্রতারণার ফাঁদে পড়েন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে প্রতারকেরা তাঁদের ফোন করে। ভয় দেখানো হয় যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপে টাকা আদান-প্রদান করা হয়েছে। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন সাজা হতে পারে। এর পর শুরু হয় আসল খেলা। গ্রেফতারি এড়াতে ও পুলিশি ঝামেলা থেকে বাঁচিয়ে দেওয়ার নামে, কখনও বা ভয় দেখিয়ে ১ কোটি ৯০ লক্ষ টাকা আদায় করে প্রতারকেরা।

শেষে লখনউয়ে অভিযোগ দায়ের করেন দুই বোন। তদন্তে নেমে ২৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকা চার রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত সরানো হয়েছে বলে জানা গিয়েছে। সেগুলি উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

দেশে সাইবার প্রতারণার অভিযোগ দিনে দিনে বাড়ছে। ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার বিজেতা, দিল্লিবাসী শিবাঙ্কিতা দীক্ষিত সম্প্রতি এমনই একটি ফাঁদের পড়ে ৯৯ হাজার টাকা খুইয়েছেন। পুণের বাসিন্দা ৭৬ বছরের এক চিকিৎসক হারিয়েছেন২৮ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement