Andhra Pradesh

গামছা জড়িয়ে খুনের চেষ্টা, বৃদ্ধার গলা থেকে সোনার চেন চুরির অভিযোগ কেবল সারাই মিস্ত্রির বিরুদ্ধে

শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একা ছিলেন বৃদ্ধা। ঘরের সোফায় বসেছিলেন তিনি। গলায় একটি সোনার চেন পরেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১১:২৪
Share:

—প্রতীকী ছবি।

কেবলের সমস্যা হলে মাঝেমধ্যেই বৃদ্ধার বাড়িতে যান কেবল সারাইয়ের মিস্ত্রি। শুক্রবার সন্ধ্যায় বৃদ্ধাকে একা পেয়ে গামছা জড়িয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেন ওই মিস্ত্রি। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের গাভারাপালেম এলাকায় ঘটেছে। সোনার চেন চুরি করবেন বলে ৬৭ বছরের বৃদ্ধার গলায় গামছা জড়িয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে ওই মিস্ত্রির বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরা থেকেই সমস্ত প্রমাণ সংগ্রহ করেছে অন্ধ্র পুলিশ। বৃদ্ধার দাবি, কেবল সারাইয়ের মিস্ত্রিকে বহু দিন আগে থেকেই চিনতেন তিনি। আগেও কেবল সংক্রান্ত কোনও সমস্যা হলে তাঁর বাড়িতে যেতেন ওই মিস্ত্রি।

শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একা ছিলেন বৃদ্ধা। ঘরের সোফায় বসেছিলেন তিনি। অভিযোগ, সেই সুযোগে বৃদ্ধার গলায় গামছা জড়িয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করেন মিস্ত্রি। বৃদ্ধার গলায় একটি সোনার চেন ছিল। পুলিশের কাছে ওই বৃদ্ধার অভিযোগ, খুনের চেষ্টা করার পর সোনার চেন চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কেবল সারাইয়ের মিস্ত্রি।

Advertisement

ভারতীয় আইন অনুযায়ী ওই মিস্ত্রির বিরুদ্ধে থানায় খুন এবং ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তকে খুঁজে বার করতে তল্লাশি শুরু করেছে অন্ধ্র পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement