— প্রতীকী চিত্র।
বিদেশি নাগরিকদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার ফাঁদ পেতে কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় রাজ্যের দশটি জায়গায় তল্লাশি অভিযান চালালো ইডি। বৃহস্পতিবার সকাল থেকে বালিগঞ্জ, বাঙুর অ্যাভিনিউ, সল্টলেকের সেক্টর ফাইভ, পিকনিক গার্ডেন, তপসিয়া, রাজারহাট, নিউ টাউন হাওড়ার ডোমজুড়-সহ দশটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি।
ইডি সূত্রে দাবি, ওই চক্রের পান্ডা রাজেশ গোয়েনকা নামে এক ব্যবসায়ী। এ দিন রাজেশ এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়ি, অফিসে তল্লাশির পাশাপাশি তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডার বাসিন্দাদের আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। কলকাতায় একাধিক অফিস খুলে ওই প্রতারণা চক্র চালানো হচ্ছিল বলে তথ্য হাতে আসার পর তল্লাশি শুরু হয়। তদন্তকারীদের দাবি, অনলাইন কারবারে বিদেশিদের আর্থিক প্রতারণা করা হয়। প্রতারণার কালো টাকা ক্রিপটোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে তথ্য সূত্র পাওয়া গিয়েছে।
ইডির দাবি, বাগুইআটির আটঘড়া এলাকায় রাজেশের ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালিয়ে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন এবং কয়েক শো সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি রাজেশ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়ি এবং অফিস থেকেও ল্যাপটপ, মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, মূলত কলকাতা থেকেই ওই প্রতারণা চক্র নিয়ন্ত্রণ করা হত। ভিন রাজ্যেও প্রতারণা চক্রের জাল বিস্তার করা হয়েছে বলে তথ্যপ্রমাণ হাতে এসেছে। সেই মতো তল্লাশি অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।