ফাইল চিত্র।
রাজ্যসভার দু’টি আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ নভেম্বর। এই দু’টি আসনের মধ্যে একটি বাংলায়, অন্যটি কেরলে। তৃণমূলের অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ-পদ থেকে ইস্তফা দিয়েছেন সেপ্টেম্বর মাসে। তাঁর ছেড়ে যাওয়া আসনে ২৯ তারিখ উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৯ নভেম্বর, তার পরে শুরু হবে মনোনয়নের প্রক্রিয়া। কেরলে রাজ্যসভার একটি আসন অবশ্য গত জানুয়ারি মাস থেকে শূন্য। কেরল কংগ্রেস (এম)-এর জোস কে মানি তখন রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উপনির্বাচন করা হবে না বলে তখন জানিয়েছিল কমিশন। কেরল কংগ্রেস (এম) ইতিমধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ছেড়ে বামেদের ফ্রন্ট এলডিএফে যোগ দিয়েছে। এ বার এলডিএফের তরফে কেরল কংগ্রেস (এম) প্রার্থী হিসেবে ফের মানিই রাজ্যসভায় যেতে পারেন বলে বাম সূত্রের ইঙ্গিত।