প্রতীকী ছবি।
আস্থাভোটের আগে দল বদলের অভিযোগে বিধানসভার সদস্যপদ খারিজ হয়েছিল কর্নাটকের ১৭ জন বিধায়কের। দু’টি আসন ঘিরে আইনি জটিলতা থাকায় আজ বাকি ১৫টি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। কর্নাটক-সহ গোটা দেশের ৬৪টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ২১ অক্টোবর। ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর।
কর্নাটকে কংগ্রেস ও জেডিএসের দল ভাঙিয়ে গত জুলাই মাসে আস্থাভোটে জেতেন বিজেপির বি এস ইয়েদুরাপ্পা। সে সময়ে কংগ্রেস ও জেডিএস ছেড়ে বিজেপিতে যোগদান করা ১৭ জন বিধায়কের সদস্যপদ খারিজ করে দেন স্পিকার। বিধানসভার আসন সংখ্যা কমে যাওয়ায় আস্থাভোটে জয়লাভ করতে অসুবিধে হয়নি ইয়েদুরাপ্পার। যদিও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে এখনও ছ’জন বিধায়কের সমর্থন প্রয়োজন ইয়েদুরাপ্পার। বিজেপির আশা, আসন্ন ১৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ছ’টির বেশি আসনে জিতবেন দলীয় প্রার্থীরা। অন্য দিকে ফের ১৫টি আসনে জিতে এসে ইয়েদুরাপ্পা সরকারকে ফেলে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে জেডিএস ও কংগ্রেসের কাছে। যদিও আজ ভোটের দিন ঘোষণা হতেই জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া জানিয়ে দিয়েছেন, তাঁর দল কোনও ভাবেই কংগ্রেসের সঙ্গে জোট করবে না।