Crime

হোটেল তৈরির নামে তিন কোটি টাকা নিয়ে প্রতারণা! বন্ধুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ ব্যবসায়ীর

বিলাসবহুল হোটেল তৈরির জন্য ব্যবসায়ীকে বিনিয়োগ করতে বলেছিলেন তাঁর বন্ধু। এ জন্য বন্ধুকে তিন কোটি টাকা দেন বলে দাবি করেছেন ব্যবসায়ী। অভিযোগ, হোটেল তৈরিই হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১৪:১৬
Share:

বন্ধুর বিরুদ্ধে তিন কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করলেন ব্যবসায়ী। প্রতীকী ছবি।

এক ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি নিয়ে প্রতারণার অভিযোগ উঠল তাঁরই এক বন্ধুর বিরুদ্ধে। শনিবার বন্ধুর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রাম এলাকায়।

Advertisement

অরুণ মেহরা নামে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, একটি বিলাসবহুল হোটেল তৈরির জন্য বিনিয়োগ করতে বলেন তাঁর বন্ধু প্রতীক রাও। ২০১৭ সালে গোয়ালপাহাড়ি এলাকায় ওই বিলাসবহুল হোটেল তৈরির জন্য তিন কোটি টাকা প্রতীককে দেন অরুণ।

Advertisement

অভিযোগ, ওই হোটেলটি তৈরিই হয়নি। পাশাপাশি হোটেল নির্মাণের জন্য তিন কোটি টাকা ফেরতও পাননি অরুণ। গত মাসে ডিএলঅফ-৩ থানায় বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অরুণ। গত শনিবার ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় তাঁর বন্ধুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement