মহারাষ্ট্রের গোন্দিয়া-আরজুনি সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মহারাষ্ট্রে বাস উল্টে মৃত্যু হল ১০ যাত্রীর। আহত প্রায় ৩০ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভান্ডারা থেকে গোন্দিয়া যাচ্ছিল বাসটি। পথে গোন্দিয়া জেলায় বিন্দ্রবন টোলা গ্রামে দুর্ঘটনার মুখে পড়ে সেটি।
পুলিশ জানিয়েছে, গোন্দিয়া-আরজুনি সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয়েরা দুর্ঘটনাস্থলে জড়ো হন। থানায় খবর দেওয়া হয়। ক্রেন দিয়ে বাসটি সোজা করার চেষ্টা করা হয়। তার মাঝেই বাসে আটকে থাকা যাত্রীদের টেনে বার করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আট জনের। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। নিহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছেন, প্রয়োজন পড়লে আহতদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হোক। কারও অবস্থার অবনতি হলে তাঁকে নাগপুরের হাসপাতালে স্থানান্তরিত করার জন্য গোন্দিয়ার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।