Bus Accident

Bus Accident: সেতুর রেলিং ভেঙে নর্মদায় পড়ল পুণেগামী যাত্রিবাহী বাস, মৃত কমপক্ষে ১৩

ইনদওর থেকে পুণে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১২:৪৬
Share:

ছবি টুইটার।

মধ্যপ্রদেশে নর্মদা নদীতে পড়ে গেল যাত্রিবোঝাই বাস। দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগরা-মুম্বই হাইওয়ে ধরে ইনদওর থেকে পুণে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’ এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement