Buried

কবর থেকে উধাও শিশুকন্যার মুণ্ড, চুরির অনুমান পুলিশের, শুরু হয়েছে তদন্ত

১৪ অক্টোবর মৃত্যু হয় শিশুটির। পর দিন তাকে কবর দেওয়া হয়। পুলিশ জানায়, শেষকৃত্যের ১০ দিন পর মেয়ের কবরস্থানের মাটি আলগা অবস্থায় দেখেন বাবা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২০:১৩
Share:

বৈদ্যুতিক খুঁটি ভেঙে মৃত্যু হয় ১০ বছরের কৃতিকার । —ছবি টুইটার থেকে।

কবরে থাকা মৃতদেহের মুণ্ড নিখোঁজ। এক সপ্তাহ আগে কবর দেওয়া হয়েছিল শিশুকন্যাকে। এখন কবর খুলে দেখা যায় নৃশংস ভাবে মৃতদেহ থেকে মুণ্ড কেটে নেওয়া হয়েছে। ঘটনাটি তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুত্বের সঙ্গে বিষয়টির তদন্ত শুরু করেছে সে রাজ্যের পুলিশ।

Advertisement

গত ৫ অক্টোবর ষষ্ঠ শ্রেণির ছাত্রী ১০ বছরের কৃতিকা বাড়ির বাইরে খেলছিল। সেই সময় হঠাৎ বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার উপর পড়ে যায়। মাথায় গুরুতর চোট পায় সে। ৯ দিন হাসপাতালে চিকিৎসা চলার পর ১৪ অক্টোবর মৃত্যু হয় শিশুটির। পর দিন তাকে কবর দেওয়া হয়। পুলিশ জানায়, শেষকৃত্যের ১০ দিন পর মেয়ের কবরস্থানের মাটি আলগা অবস্থায় দেখেন বাবা। এর পরই পুলিশে খবর করা হয়। পুলিশ কবরস্থানটি খনন করে। তার পরই দেখা যায় শিশুর মুণ্ড কেটে নেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, যে ভাবে মুণ্ডটি দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তা দেখে মনে হচ্ছে কুকুর বা ওই জাতীয় কোনও প্রাণীর কাজ নয়। এটা মানুষেরই কাজ। মৃতদেহ তুলে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement