ষাঁড়ের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হল। জখম হলেন আরও অনেকে। প্রতীকী ছবি।
ষাঁড়ের গুঁতোয় বেঘোরে প্রাণ হারালেন এক বৃদ্ধ। জখম হলেন আরও বেশ কয়েক জন। রবিবার ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর এলাকায়।
স্থানীয়দের একাংশের দাবি, গত দু’দিন ধরেই ভুবনেশ্বরের পাটিয়া এলাকায় একটি ষাঁড়ের আক্রমণে কার্যত ঘরবন্দি বাসিন্দারা। ষাঁড়ের ভয়ে দৈনন্দিন কাজে ঘর থেকে বেরোতে পারেননি এলাকাবাসীদের একাংশ। পরিস্থিতি সামলাতে ভুবনেশ্বর পুরসভা ব্যর্থ বলে দাবি করেছেন তাঁরা।
রবিবার সকালে ওই এলাকায় ষাঁড়টি তেড়ে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন কয়েক জন। সেই সময়ই ষাঁড়ের সামনে পড়ে এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম, পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েক জন বাসিন্দা ষাঁড়টিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে পুরসভার একটি দল গিয়ে ষাঁড়টিকে উদ্ধার করেছে।