Jama Masjid

Jama Masjid: কাশীর দিনে মসজিদ নিয়ে দরবার দানিশের

জুনে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারিও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মসজিদের মেরামতিতে কেন্দ্রীয় সাহায্যের আর্জি জানিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:১৯
Share:

ফাইল চিত্র।

বারাণসীতে ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ খাস দিল্লিতে তাঁর সরকারের নাকের ডগায় থাকা জামা মসজিদের এমন দৈন্য দশা কেন, এই প্রশ্ন তুলে সোমবার লোকসভায় সরব হলেন বিএসপি সাংসদ দানিশ আলি।

Advertisement

এ দিন লোকসভায় প্রশ্নোত্তরে দানিশ বলেন, ‘‘প্রতি বছর লক্ষাধিক পর্যটক দিল্লিতে এসে লালকেল্লা, জামা মসজিদ দেখতে যান। এই মসজিদ দেখতে আসেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানও। কিন্তু তা সত্ত্বেও তার নানা জায়গা রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। কেন্দ্র এর সংস্কারের দায়িত্ব নিক।’’ উল্লেখ্য, জুনে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারিও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মসজিদের মেরামতিতে কেন্দ্রীয় সাহায্যের আর্জি জানিয়েছিলেন।

জবাবে সংস্কৃতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানান, ‘‘ওই মসজিদ দিল্লি সরকারের ওয়াকফ বোর্ডের অধীনে। যদি তা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আইএসআই-এর আওতায় থাকত, তা হলে সরকার সরাসরি এর মেরামতি করতে পারত। তবে এ ক্ষেত্রে দিল্লি সরকার সাহায্য চাইলে, কেন্দ্র অবশ্যই ভেবে দেখবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement