সীমান্তে বাড়ছে বিএসএনএল

সীমান্ত আউট পোস্টগুলিকে ব্যবহার করে ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের প্রত্যন্ত এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক বাড়াতে উদ্যোগী হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটে়ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০৩:১৮
Share:

সীমান্ত আউট পোস্টগুলিকে ব্যবহার করে ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের প্রত্যন্ত এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক বাড়াতে উদ্যোগী হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটে়ড।

Advertisement

সংস্থার উত্তর-পূর্বের পদস্থ কর্তা এন মুরলী বলেন, মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের প্রচেষ্টাতেই কাজটি সম্ভব হচ্ছে। বিএসএফ, আসাম রাইফেলস, সিআরপিএফ এবং সেন্ট্রাল আর্মড ফোর্সের ক্যাম্পগুলিতে মোবাইল টাওয়ার বসাবে বিএসএনএল। ত্রিপুরায় ৬৫টি, মেঘালয়ে ৫৮টি এবং মিজোরামে ২০টি টাওয়ার বসবে। মুরলী জানান, টাওয়ার বসানোর যাবতীয় খরচ স্বরাষ্ট্র মন্ত্রকই বহন করবে। এর ফলে প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা রক্ষীরা যেমন বিএসএনএল সংযোগ পাবে, তেমনই উপকৃত হবেন সাধারণ মানুষও। পাশাপাশি, জঙ্গি বা সীমান্ত এলাকায় টাওয়ারগুলির নিরাপত্তাও নিশ্চিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement